তুরস্কের বিভিন্ন শহরে বাংলাদেশীদের ঈদুল আজহার প্রাণবন্ত উদযাপন

তুরস্কের ইস্তানবুল, আঙ্কারা ও কোনিয়াসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

নয়া দিগন্ত অনলাইন
ঈদ উদযাপনে আগতদের ফটোসেশন
ঈদ উদযাপনে আগতদের ফটোসেশন

প্রবাসে ঈদের আনন্দ মানেই নিজ দেশের সংস্কৃতি ও আবেগকে ভাগ করে নেয়া, একে অপরের খোঁজখবর নেয়া এবং প্রবাসজীবনের একঘেয়েমিকে দূরে ঠেলে সবাইকে একত্রিত করা। সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিয়ে তুরস্কের ইস্তানবুল, আঙ্কারা ও কোনিয়াসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

ইস্তানবুলে ঈদের মিলনমেলা

বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতি সংস্থা (বেকদের) এবং বাংলাদেশ কমিউনিটি ইন তুর্কিয়ে (বিসিটি)-এর যৌথ আয়োজনে ইস্তানবুলে অনুষ্ঠিত হয় ঈদের প্রাণবন্ত পুনর্মিলনী, যা পরিণত হয় ভালোবাসা ও সম্প্রীতির এক অনন্য উৎসবে। বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আল-আনসারী (রা:)-এর স্মৃতিবিজড়িত এলাকায় ঐতিহাসিক গোল্ডেন হর্নের পাড়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।

Turkey-Bangladeshi-Eid2

দুই শতাধিক প্রবাসী বাংলাদেশীর অংশগ্রহণে অনুষ্ঠানটি এক হৃদয়গ্রাহী পারিবারিক আবহ সৃষ্টি করে। ছোটদের জন্য ছিল বিভিন্ন খেলা যেমন বিস্কুট দৌঁড় ও বল নিক্ষেপ, তরুণদের জন্য ফুটবল, গুপ্তধন খোঁজা, মোরগ লড়াই, বেলুন ফাটানোসহ নানা আয়োজন। নারীদের জন্য ছিল বালিশ খেলা এবং সবার মাঝে জনপ্রিয় ছিল বিবাহিত বনাম অবিবাহিতদের দড়ি টানাটানি প্রতিযোগিতা।

Turkey-Bangladeshi-Eid4

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেকদের চেয়ারম্যান ড. হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক।

স্বাগত বক্তব্য দেন বিসিটির আহ্বায়ক ড. শাহেন শাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেকদেরের কার্যকরী কমিটির সদস্য ড. রহমতউল্লাহ, নেয়ামতউল্লাহ মাসউদ, ড. আব্দল্লাহ আল মামুন, ড. নুরুদ্দিন হামীম।

Turkey-Bangladeshi-Eid5

অনুষ্ঠানে কমিউনিটির নেতৃত্ববৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যাকির হোসেন, ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, ইঞ্জিনিয়ার তারেক হাসান, ডা. সিরাজুল ইসলাম, মোহাম্মদ রেজাউল কারিম, ইঞ্জিনিয়ার সিফাত পাটোয়ারী ও শাহিনুর আলম।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেকদের ইস্তাম্বুল ছাত্র শাখার সভাপতি মিনহাজুল আবেদীন ও শহীদুল ইসলাম।

Turkey-Bangladeshi-Eid6

আঙ্কারায় উৎসবমুখর ঈদ পুনর্মিলনী

বরাবরের মতোই তুরস্কের রাজধানী আঙ্কারায় বসবাসরত বাংলাদেশীদের মধ্যে ঈদুল আজহা উদযাপন ছিল এক আবেগঘন, প্রাণবন্ত এবং স্মরণীয় মিলনমেলা। আঙ্কারা বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাজধানীর অন্যতম আলতিনদা পার্কের সবুজেঘেরা খোলা প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শতাধিক প্রবাসী বাংলাদেশী।

Turkey-Bangladeshi-Eid

বেকদের আঙ্কারা শাখার সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রদূত এম. আমানুল হক স্বপরিবারে উপস্থিত থেকে প্রবাসীদের উৎসাহিত করেন।

রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে তুরস্কে বসবাসরত বাংলাদেশীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে দূতাবাসের পক্ষ থেকে কমিউনিটির কল্যাণে আরো সহযোগিতার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি।

Turkey-Bangladeshi-Eid7