মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের স্মরণে জবিতে গায়েবানা জানাজা

এ আকস্মিক মানবিক দুর্যোগে আমরা জবি পরিবার মর্মাহত। একইসাথে প্রকৃত তথ্য জাতির সামনে উপস্থাপনের লক্ষ্যে রাষ্ট্রীয় উদ্যোগে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি।

নুর আলম, জবি সংবাদদাতা

Location :

Dhaka
গায়েবানা জানাজায় অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষজন
গায়েবানা জানাজায় অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষজন |নয়া দিগন্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহতদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষজন অংশ নেন।

জানাজার আগে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইচ উদ্দীন বলেন, ‘উত্তরার ঘটনায় যারা শহিদ হয়েছেন আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং এ মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেই দোয়া করি।’

জবি শিক্ষার্থী সাজ্জাদ হোসেন মুন্না বলেন, ‘এ আকস্মিক মানবিক দুর্যোগে আমরা জবি পরিবার মর্মাহত। একইসাথে প্রকৃত তথ্য জাতির সামনে উপস্থাপনের লক্ষ্যে রাষ্ট্রীয় উদ্যোগে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি।’