সাজিদের খুনি ও আওয়ামী দোসরদের বিচার চায় ইবি ছাত্রদল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর খুনি ও আওয়ামী দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল।

তাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয়

Location :

Kushtia
বিক্ষোভ ও সমাবেশ করে শাখা ছাত্রদল
বিক্ষোভ ও সমাবেশ করে শাখা ছাত্রদল |নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর খুনি ও আওয়ামী দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা।

পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সকলেই নিরাপত্তা ঝুঁকিতে আছে। শিক্ষার্থীদের ভেতরে ভয় কাজ করে যে, কখন কে কাকে মেরে ফেলে! প্রশাসনের কাছে দাবি জানাই, আপনারা দ্রুত সাজিদের খুনিদের বিচার করুন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্রুত শাস্তি নিশ্চিত করুন। ৫ আগস্টের আগে তারা যে নির্যাতন করছে আইনিপ্রক্রিয়ায় তাদের শাস্তির আওতায় আনতে হবে।’

এদিকে একই দাবিতে প্রশাসন ভবনের সামনে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে কিছু শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর লাশ শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্ট অনুযায়ী তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ বিষয়ে উচ্চতর তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ে অভ্যুত্থানবিরোধী ভূমিকা চিহ্নিত করতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ১৯ জন শিক্ষক, ১১ জন কর্মকর্তা-কর্মচারী ও ৩২ জন শিক্ষার্থীকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।