চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন রাফি (১০) নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পশ্চিম রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাফি উত্তর গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে মনু মিয়া ও চেমন আরা বেগমের ছেলে বলে জানা গেছে।
পরিবারের সূত্রে জানা গেছে, রাফি নিয়মিত তার নানাবাড়ি থেকে পড়াশোনা করত। দুর্ঘটনার দিন রাতে পাশের একটি ঘরের চালের ওপর ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরিবারের চিৎকার শুনে রাফি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে উঠানে পড়ে থাকা বিদ্যুৎ বিভাগের মেইন লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, পল্লী বিদ্যুৎ বিভাগের ভয়াবহ অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে ছিঁড়ে পড়ে থাকা তারের ব্যাপারে অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্টরা তা আমলে নেয়নি বলেও অভিযোগ তাদের।
ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের ছায়া ফেলেছে। একই সাথে স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের গাফিলতির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
উত্তর গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাফির মৃত্যুতে আমরা শোকাহত। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না।’



