সিলেট নগরের পাঠানটুলা এলাকার জিন্নাহ ও শেরেবাংলার স্মৃতিবিজড়িত অনিন্দ্য স্থাপত্যশৈলীর দৃষ্টিনন্দন ‘মিনিস্টার বাড়ি’ ভাঙার কাজ অবশেষে বন্ধ করা করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ৩০ অক্টোবর পর্যন্ত ভাঙার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে এবং পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে প্রত্নতত্ত্ব অধিদফতর।
রোববার (২৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসনের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করার এ নির্দেশ দেন।
তিনি জানান, ‘মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
প্রত্নতত্ত্ব অধিদফতরের কুমিল্লা ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মোছা: নাহিদ সুলতানা নয়া দিগন্তকে জানান, ‘ঐতিহাসিক এ বাড়িটি সিলেটের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সরকারি নির্দেশনা অনুযায়ী ৩০ অক্টোবর পর্যন্ত ভাঙার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’
এর আগে বাড়িটি ভাঙা শুরু হলে দৈনিক নয়া দিগন্তে একাধিক প্রতিবেদন হয়। পত্রিকাটির প্রতিবেদনের সূত্র ধরে বিষয়টি নজরে আসে প্রশাসনের।



