বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বগুড়া সদর উপজেলায় মঙ্গলবার (৪ নভেম্বর) ধানক্ষেত থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়া সদর থানা
বগুড়া সদর থানা |নয়া দিগন্ত

বগুড়ায় ধানক্ষেত থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী এলাকার তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম (৪৫) ওই এলাকায় দীর্ঘদিন শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন। তিনি পেশায় বেকারি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি জহুরুল। পরদিন ভোরে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নেয় বগুড়া সদর থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বগুড়া সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, ‘এটি হত্যাকাণ্ড। মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত চলছে।’