যশোরে মাদক কারবারে বাধা দেয়ায় সংঘর্ষ, যুবক নিহত

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চঞ্চল গাজী ওই গ্রামের মধু গাজীর ছেলে

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore

যশোরের সদর উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী নামে এক যুবক নিহত হয়েছে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চঞ্চল গাজী ওই গ্রামের মধু গাজীর ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, প্রতিবেশী রবিউল ও বেলাল মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে জড়িত। ঘটনার দিন সকালে রবিউল এক ব্যক্তিকে তাদের বাড়ির সামনে ডেকে মাদক সরবরাহ করছিলেন। এ সময় চঞ্চলের বাবা মধু গাজী বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে চঞ্চল ও তার ভাই তুহিন ঘটনাস্থলে গেলে রবিউল, তার ছেলে মুন্না ও ভাই বেলালসহ আরও কয়েকজন সেখানে আসেন। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে দুই পক্ষের ছয়জন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চঞ্চল গাজীকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অন্যদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, ‘কি নিয়ে সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে রবিউল, বিল্লাল হোসেন ও সাদ্দাম নামের তিনজনকে আটকসহ উভয় পক্ষের কয়েকজনকে হেফাজতে নেয়া হয়েছে।