মাদারীপুরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত যুবক

শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার হবিগঞ্জ সেতুর উপরে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
নয়া দিগন্ত

মাদারীপুর সদর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে রাকিব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার হবিগঞ্জ সেতুর উপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব সদর উপজেলার কালিকাপুর গ্রামের আবু কালামের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে রাকিব ও তার বন্ধুরা দুটি মোটরসাইকেলযোগে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ এলাকার আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ দেখতে যায়। রাতে ফেরার সময় হবিগঞ্জ সেতুর উপর তাদের দুটি মোটরসাইকেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরো চারজন। তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আদিল হোসেন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’