গণঅভ্যুত্থান দিবস

মানিকগঞ্জে জামায়াতের অনুষ্ঠানে মানুষের ঢল

একটি বৈষম্যহীন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আমাদের সন্তানের দেশের স্বার্থে জীবন দিয়েছে। হাজার হাজার ছাত্র-জনতা পঙ্গু, আহত ও নির্যাতনের স্বীকার হয়েছে।

মো: শাহানুর ইসলাম, মানিকগঞ্জ

Location :

Manikganj
মানিকগঞ্জে গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের অনুষ্ঠানে মানুষের ঢল
মানিকগঞ্জে গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের অনুষ্ঠানে মানুষের ঢল |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এক বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতে আমির হাফেজ মাওলানা মুহাম্মাদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিলো।

সমাবেশে মানিকগঞ্জের তিনটি নির্বাচনী এলাকার জন্যে দলীয় মনোনয়ন প্রাপ্ত তিনজন প্রার্থী বক্তব্য রাখেন।

জামায়াতে ইসলামীর ঢাকা বিভাগের টিম সদস্য ও সাবেক জেলা আমির, মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী

অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মানিকগঞ্জ-১আসনের প্রার্থী ইউরো-বাংলা হাসপাতালের এমডি ডা: মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক এবং মানিকগঞ্জ-২আসনের প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান।

জেলা সেক্রেটারি মাওলানা মো: নূরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, একটি বৈষম্যহীন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আমাদের সন্তানের দেশের স্বার্থে জীবন দিয়েছে। হাজার হাজার ছাত্র-জনতা পঙ্গু, আহত ও নির্যাতনের স্বীকার হয়েছে। আমরা যদি তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই তাহলে সৎ ও দেশ প্রেমিক মানুষদের দেশের হাল ধরতে হবে। কোনোভাবেই সংস্কার না করে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আর কোনো ফ্যাসিস্টকে এ দেশের ওপর চেপে বসতে দেয়া হবে না। এবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

বক্তারা দেশের প্রকৃত উন্নয়নের জন্যে জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলোকে আগামীতে ক্ষমতায় আনতে জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে এক বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি স্তম্ভের নিকট সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ করে।