কুমিল্লার মনোহরগঞ্জে ফরহাদ হোসেন (২০) নামে এক যুবককে বুকে রড ঢুকিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার লক্ষণপুর বাজারে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হোসেন মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
হত্যার বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, হত্যার ঘটনায় মাহফুজ (২২) নামে একজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে ফরহাদ হোসেন এবং একই উপজেলার সাইকচাইল গ্রামের মাহফুজ দীর্ঘদিন থেকে একসাথে রাজমিস্ত্রির কাজ করে আসছেন। সোমবার লক্ষণপুর বাজারে একটি বিল্ডিংয়ে কাজ চলাকালীন সময়ে পাওনা টাকা নিয়ে দু’জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফরহাদ হোসেনের বুকে লোহার রড ঢুকিয়ে দেয়ার অভিযোগ ওঠে। স্থানীয় লোকজন ফরহাদ হোসেনকে আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
হত্যার বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, লক্ষণপুর বাজারে হত্যার শিকার যুবকের লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সহকর্মী মাহফুজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদিকে এ হত্যা ঘিরে লক্ষণপুর বাজারে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশের সাথে সেনাবাহিনীর টিমও রয়েছে।