বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বড়গাঁ বাজারের বিদুৎস্পৃষ্টে মো: নাসির মোল্লা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বড়গাঁ নতুন বাজারে এ ঘটনা ঘটে।
নাসির মোল্লা আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা গ্রামের আমীর হোসেন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসির মোল্লা নৌপরিবহন জাহাজের মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ি এসে বোয়ালমারী শেখর ইউনিয়নের বড়গাঁ নতুন বাজারে নিজ মালিকানাধীন একটি দোকান নির্মাণের কাজ শুরু করেন। সোমবার সকালে নবনির্মিত দোকানের ঢালাই কাজে পানি দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবরিনা হক টুম্পা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশকে জানানোর আগেই তারা হাসপাতাল ত্যাগ করেন।
বোয়ালমারী থানার পরিদর্শক (ওসি, তদন্ত) আল আমীন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ‘হাসপাতাল থেকে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছে। আমরা ঘটনা স্থানে আছি।’