ফেনীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে সাইকেল র‍্যালি

জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মো: হাবিবুর রহমান।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে সাইকেল র‍্যালি
ফেনীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে সাইকেল র‍্যালি |নয়া দিগন্ত

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মো: হাবিবুর রহমান।

সাইক্লিং সংগঠন ফেনী স্টান্ট ওয়ারিয়র্স-এর আয়োজনে অনুষ্ঠিত এ র‍্যালিতে অংশগ্রহণ করেন দুই শতাধিক সাইক্লিস্ট। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র‍্যালিটি শহরজুড়ে ছড়িয়ে দেয় গণঅভ্যুত্থানের চেতনা ও সচেতনতার বার্তা।

আবিরুল ইসলাম জানান, এই আয়োজনে অংশগ্রহণকারীরা সাইকেলের মাধ্যমে একটি ঐতিহাসিক দিবসকে স্মরণ করিয়ে দেয় এবং শহরের মানুষের মাঝে গণচেতনার বার্তা পৌঁছে দেয়।

সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম আবিরের সভাপতিত্বে এ সময় অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো: বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, দৈনিক ফেনীর সময় সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহাদাত হোসেন।

এছাড়া জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের সেক্রেটারি একরামুল হক-সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা র‍্যালিতে উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ ইকবাল।