ফেনীতে বৃষ্টি উপেক্ষা করে জামায়াতের গণমিছিল

‘ফ্যাসিস্ট স্বৈরাচার জালিম আওয়ামী লীগ এ জাতির উপর স্টিম রোলার চালিয়েছিলো। তারা ফেরাউনের দোসর, নমরুদের উত্তরসূরি।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীতে বৃষ্টি উপেক্ষা করে জামায়াতের গণমিছিল
ফেনীতে বৃষ্টি উপেক্ষা করে জামায়াতের গণমিছিল |নয়া দিগন্ত

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসকে জাতীয় মুক্তি দিবস ঘোষণা করে ফেনীতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার বিকেলে শহরের মিজান ময়দান থেকে দলটির জেলা আমির মুফতি আবদুল হান্নানের নেতৃত্বে মিছিল শুরু হয়। মিছিলকারিরা তমিজিয়া মসজিদের সামনে পৌঁছলে তুমুল বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি শহরের প্রধান সড়ক কলেজ রোড়, ট্রাংক রোড, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে জহিরিয়া মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে মিজান ময়দানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আমির মুফতি আবদুল হান্নান, সাবেক জেলা আমির এ কে এম সামছুদ্দীন, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম, পেশাজীবী সম্পাদক আবু বকর ছিদ্দিক মানিক, সাহিত্য সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, শহর আমির নজরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের ফেনী শহর সভাপতি ওমর ফারুক ও আবু হানিফ বেলাল প্রমুখ। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেন, ‘ফ্যাসিস্ট স্বৈরাচার জালিম আওয়ামী লীগ এ জাতির উপর স্টিম রোলার চালিয়েছিলো। তারা ফেরাউনের দোসর, নমরুদের উত্তরসূরি। তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দ্রুত বিচার করতে হবে। একবছর হয়ে গেলো। অথচ দৃশ্যমান বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে হবে।’