শার্শা (যশোর ) সংবাদদাতা
যশোরর শার্শা থেকে নিখোঁজের চার দিন পর আব্দুল্লাহ (২৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার কাজিরবেড় গ্রামে তালাবদ্ধ একটি বাড়ি থেকে তার গলিত লাশ পাওয়া যায়। নিহত আব্দুল্লাহ উপজেলার সরদার বারিপোতা গ্রামের ইউনুস আলি মোড়লের ছেলে।
নিহতের বাবা ইউনুস আলি মোড়ল বলেন, শুক্রবার রাত ১০টার দিকে নাভারন বাজারে তার সাথে আমার শেষ দেখা হয়। প্রতিদিন রাতে আব্দুল্লাহ তার ভ্যান নিয়ে বাড়ি ফেরে। কিন্তু ওই দিন রাত গভীর হলেও বাড়ি না ফেরায় আমরা চিন্তিত হয়ে পড়ি। ছেলেকে অনেক খুঁজেও তাকে না পেয়ে পরের দিন শনিবার শার্শা থানায় একটি জিডি করি। এর তিন দিন পর তার লাশ উদ্ধার করল পুলিশ।
শার্শা থানার ওসি আব্দুল আলিম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তাকে গলা কেটে হত্যার পর একটি বাক্সের মধ্যে রেখে দেয় খুনিরা। তার ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



