সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বজনের উদ্যোগে স্থানীয় ট্রাফিক পয়েন্ট ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এইচএমপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ পল্লী বিদুৎ সমিতির সভাপতি আবুল হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর ও সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলোর প্রতিনিধি অ্যাডভোকেট খলিকুর রহমান, সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি মাহবুবা আক্তার জেবা প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে অধ্যক্ষ চালক দিয়ে ফিটনেসবিহীন গাড়ি চলছে। লক্কর-ঝক্কর বাস চলছে। ড্রাইভারদের বেপরোয়া গতি সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া হেলপার রা গাড়ি চালাচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করা হচ্ছে না। যার কারণে দুর্ঘটনা বাড়ছে। দুর্ঘটনার কারণ চিহ্নিত না করায় দুর্ঘটনা বাড়ছে। মানুষ রাস্তায় মারা যাচ্ছে।
এছাড়াও বক্তারা সড়ক দুর্ঘটনার কারণ চিহ্নিত করে দ্রুত এর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, বিগত কয়েক মাসে সিলেট সুনামগঞ্জ রোডে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৫০ জন মানুষ, আহত হয়েছেন শতাধিক। সিলেট সুনামগঞ্জ রোডে প্রতিনিয়ত দুর্ঘটনার শেষ কোথায় কেউ জানে না।