সিলেট চেম্বার নির্বাচনে স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, চলছে শুনানি

সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে ব্যবসায়ী ফোরাম প্যানেলের দুই প্রার্থী হাইকোর্টে রিট করেছেন; বর্তমানে শুনানি চলছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের লোগো
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের লোগো |সংগৃহীত

সিলেটের ব্যবসায়ী সমাজের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে বাণিজ্য মন্ত্রণালয়ের স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে আজ মঙ্গলবার ( ২৮ অক্টোবর) দুপুরে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সিলেট ব্যবসায়ী ফোরাম প্যানেলের পক্ষে পরিচালক পদপ্রার্থী ইব্রাহিম খলিল ও কামরুল হামিদ এই রিট আবেদন করেছেন।

সোয়া ৩টায় এ রিপোর্ট লেখার সময় রিটের শুনানি চলছে বলে জানান ইব্রাহিম খলিল।

গত ২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে সিলেট চেম্বারের ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়া হয়।

চিঠিতে সদস্যপদ যাচাই-বাছাই করে পুনঃতফসিলের মাধ্যমে নতুন তারিখে নির্বাচন আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে। তবে চিঠিতে স্থগিতের স্পষ্ট কারণ উল্লেখ না থাকলেও ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের বিষয়টি উল্লেখ করা হয়।

চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদা ফারভিন মিতা নয়া দিগন্তকে বলেন, ‘তালিকায় কিছু সমস্যা নিয়ে কয়েকজন সদস্য অভিযোগ করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে নতুন তফসিল ঘোষণার নির্দেশ দিয়েছে।’

সূত্র জানায়, সাবেক পরিচালক আমিরুজ্জামান দুলুর আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি সম্প্রতি এ বিষয়ে তিন পৃষ্ঠার একটি আবেদন জমা দিয়েছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। দু’টি প্যানেল, সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম- থেকে মোট ৪২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।