বগুড়ায় ‘ট্রাফিক আইন মেনে চলি, যানজটমুক্ত নিরাপদ সড়ক গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রাফিক সপ্তাহ পালন শুরু হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে শহরের শহীদ খোকন পৌর পার্ক থেকে শুরু হওয়া র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
এ সময় জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি শহিদ উল্লাহ, পৌর প্রশাসক মাসুম আলী বেগ, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির আবিদুর রহমান সোহেল, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান ও আতেয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে র্যালি শেষে অতিথিরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।



