গাজীপুরে ঝোঁপ থেকে মাটিচাপা অবস্থায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

দুপুরের পর প্রতিবেশী এক নারী বাড়ির পাশের একটি ঝোঁপের ভেতর আলগা নতুন মাটি দেখতে পেয়ে তার সন্দেহ হয়। ওই নারীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মাটি সড়িয়ে চাপা দেওয়া অবস্থায় কমলা বেগমের লাশ দেখতে পায়।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
ঘটনাস্থলে পুলিশসহ উৎসুক জনতা
ঘটনাস্থলে পুলিশসহ উৎসুক জনতা |নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশের ঝোঁপের ভেতর থেকে মাটিচাপা অবস্থায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কমলা বেগম (৫০) নামের ওই গৃহবধূ উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের কৃষক কদম আলীর স্ত্রী।

শুক্রবার (২৯ আগস্ট) উপজেলার ভুতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান নিহতের স্বামীর বরাত দিয়ে জানান, সকালে কমলা বেগম ও তার স্বামী কদম আলী একসাথে বাড়ি থেকে বের হন। কদম আলী কাজের উদ্দেশ্যে এবং কমলা বেগম বাড়ির অদূরে তাল গাছতলা থেকে তাল কুড়াতে যান। দুপুরে নিহতের স্বামী মাঠের কৃষি কাজ থেকে বাড়ি ফিরে স্ত্রী কমলা বেগমকে না দেখতে পেয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে তার কোনো সন্ধান না পেয়ে প্রতিবেশীরাও ওই নারীর খোঁজ শুরু করেন। দুপুরের পর প্রতিবেশী এক নারী বাড়ির পাশের একটি ঝোঁপের ভেতর আলগা নতুন মাটি দেখতে পেয়ে তার সন্দেহ হয়। ওই নারীর ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মাটি সড়িয়ে চাপা দেওয়া অবস্থায় কমলা বেগমের লাশ দেখতে পায়।

নিহতের স্বামী কদম আলী পুলিশকে জানান, প্রায় দুই মাস আগে প্রতিবেশী নবী হোসেনের সামান্য একটা বিষয় নিয়ে তাদের বিরোধ হয়। এছাড়া এলাকার আর কারো সাথে কদম আলী ও কমলা বেগম দম্পত্তির বিরোধ ছিল না।

‘আমি মানুষের বাড়িতে কৃষি কাজ করি। ছেলে ও ছেলের বউ পোশাক কারখানায় চাকরি করে। আমার স্ত্রী বাড়িতে থেকে নাতিদেরকে দেখাশোনা করে। কারা এবং কেন আমার স্ত্রীকে এভাবে হত্যা করলো? আমার জানা নেই।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সুরতহালে ওই নারীর মুখমন্ডল থেঁতলানোসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।’