সিলেটের গোলাপগঞ্জে ড. এনামুল হক চৌধুরী

চারখাই-শেওলা চারলেন প্রকল্প গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর অধিকার

‘সাদাপাথর, জাফলংসহ পর্যটন স্পটগুলো সিলেটবাসীর সম্পদ। প্রকৃত পাথর লুটপাটকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের পর্যটন স্পটকে ঢেলে সাজানো হবে।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
চারখাই-শেওলা চারলেন প্রকল্প গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর অধিকার : ড. এনামুল হক চৌধুরী
চারখাই-শেওলা চারলেন প্রকল্প গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর অধিকার : ড. এনামুল হক চৌধুরী |নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের দৃশ্যমান সকল উন্নয়ন হয়েছে বিএনপি সরকারের আমলে। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে এই জনপদ সবচেয়ে অবহেলিত ছিল। আগামীতে বিএনপি সরকার ক্ষমতাসীন হলে এই জনপদের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা হবে।’

রোববার (২৪ আগস্ট) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গোলাপগঞ্জ চৌমুহনীতে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, ‘সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প এই অঞ্চলের মানুষের অধিকার। এ নিয়ে কোনো ষড়যন্ত্র টালবাহানা এই জনপদের মানুষ মেনে নিবে না। সিলেট-চারখাই-শেওলা চার লেন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।‘

পৌর শহরের এমসি অ্যাকাডেমি থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে চৌমুহনী পয়েন্টে গিয়ে পথসভার মধ্য দিয়ে সমাপ্ত হয়। পথসভায় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘সাদাপাথর, জাফলংসহ পর্যটন স্পটগুলো সিলেটবাসীর সম্পদ। এই পর্যটনের সাথে হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা জড়িত রয়েছে। প্রকৃত পাথর লুটপাটকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। পাথর ও পর্যটন স্পট রক্ষায় প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সিলেটের পর্যটন স্পটকে ঢেলে সাজানো হবে।’

জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জায়েদ আহমদ, ফয়েজ আহমদ. জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট মহানগর কৃষকদলের শ্রম বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান শামীম, উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান রুয়েল আহমদ, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুলু মিয়া, যুগ্ম সম্পাদক মুনসুর আহমদ, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল ইসলাম গেদাই, সাধারণ সম্পাদক কামাল আহমদ, ঢাকা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিবুর রহমান, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মালিক মিয়া, ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান, উপজেলা ও পৌর যুবদল নেতা টিপু সুলতান, সামাদ, বদরুল, সুমন, হুসেন, সাইদুল, মুক্তা, জনি, আবির, শিপন, উপজেলা ও পৌর ছাত্রদল নেতা রুহুল আমিন, নাহিদ, মুক্তা, আবির, জনি, তামিম, রিহান, নাইম, সুহিন ও কামরুল প্রমুখ।