খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে হাঁস ধরা প্রতিযোগিতা

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় সাধারণ ছাত্রদের মাঝে হাঁস ধরা খেলার আয়োজন করা হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে হাঁস দেয়া হয়।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
হাঁস ধরা প্রতিযোগিতা
হাঁস ধরা প্রতিযোগিতা |নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় সাধারণ ছাত্রদের মাঝে হাঁস ধরা খেলার আয়োজন করা হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে হাঁস দেয়া হয়।

রোববার (২৪ আগস্ট) সকালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ শাখার আয়োজনে কলেজের লেকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সহযোগিতায় ছিল আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখা। এ সময় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদ সিরাজ জয়, সহকারী অধ্যাপক মো: শফি মাহমুদ, সাবেক ছাত্রনেতা রবিউল হাসান দারুন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব মিয়া প্রমুখ।

এদিকে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে হাঁস পুরস্কার দেয়া হয়।