সিলেট জেলার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদির লুনা, এম এ মালিক ও এমরান আহমদ চৌধুরী (বাঁ দিক থেকে)
খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদির লুনা, এম এ মালিক ও এমরান আহমদ চৌধুরী (বাঁ দিক থেকে) |নয়া দিগন্ত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটের ৬টির মধ্যে ৪টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সিলেটের ৪টি আসনে ধানের শীষের প্রার্থীরা হলেন সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা) দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে নিখোঁজ ইলিয়াস আলী স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে দলের সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তবে এখন পর্যন্ত সিলেট ৪ ও ৫ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। এই দুটি আসনে পরে প্রার্থী ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।