বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের দোয়া

মঙ্গলবার বাদ আসর দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এ দোয়া মাহফিলের আয়োজন করে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের দোয়া
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের দোয়া |নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এ দোয়া মাহফিলের আয়োজন করে।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি ও দিনাজপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো: আক্তারুজ্জামান জুয়েল, দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামরুল হাসান রাসেল, দিনাজপুর চেম্বারের পরিচালক রাহবার কবির পিয়াল, চেম্বারের পরিচালক জেলা বিএনপি নেতা প্রকৌশলী মঞ্জুর মুর্শেদ সুমন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ-সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মো: ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক ও আমার দেশ দিনাজপুর জেলা প্রতিনিধি মো: মাহবুবুল হক খান, অর্থ সম্পাদক এম এ সালাম, বৈশাখী টেলিভিশন ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি একরাম হোসেন তালুকদার, দৈনিক মানবজমিনের দিনাজপুর জেলা প্রতিনিধি মো: কামারুজ্জামান, দৈনিক দিনকালের দিনাজপুর জেলা প্রতিনিধি লুৎফর রহমান লাইসুর, সাংবাদিক মিজানুর রহমান মিজান ও এস এ স্বপনসহ সাংবাদিক ইউনিয়নের অন্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।