রাজবাড়ীতে মোটরসাইকেল রেস করতে গিয়ে নিহত ২

রাজবাড়ীতে মোটরসাইকেল রেসে সংঘর্ষে দুই আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আহতকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে |সংগৃহীত

রাজবাড়ীতে মোটরসাইকেল রেস করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হওয়া একজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় দুই মোটরসাইকেলে রেস করার সময় এ সংঘর্ষ হয়।

নিহত আরিফ (২২) কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমালা গ্রামের বক্করের ছেলে ও স্বাধীন (১৭) পাংশা উপজেলার মৈশালা পালপাড়া গ্রামের অসিতের ছেলে। আহত শাওন (২২) মৈশালা পালপাড়া গ্রামের মরহুম মজিবর রহমানের ছেলে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, পাংশার দিক থেকে দু’টি মোটরসাইকেলে তারা মাত্র চার মিনিটে কালুখালি থেকে ঘুরে আসার বাজি ধরে দ্রুত গতিতে রেস শুরু করে। পথিমধ্যে বাংলাদেশ হাটে দু’টি গাড়িই নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।