টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুনে দগ্ধ আরেক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
নিহত নূরুল হুদা
নিহত নূরুল হুদা |নয়া দিগন্ত

গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের আরো এক কর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার একই ঘটনায় দগ্ধ আরেক কর্মী শামিম আহম্মেদ (৪২) মারা যান।

নিহত নূরুল হুদা (৪০) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দামাইল গ্রামের আবুল মনছুরের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গীর সাহারা সুপার মার্কেটসংলগ্ন একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। মুহূর্তেই তা পাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ও জয়দেবপুরের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় রাসায়নিকের ড্রাম বিস্ফোরিত হলে চার কর্মী ও এক কর্মকর্তা দগ্ধ হন।

টঙ্গী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান জানান, ‘নূরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মারা গেছেন। এর আগে মঙ্গলবার শামিম আহম্মেদ মারা যান। বর্তমানে ওই হাসপাতালে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মী জান্নাতুল নাইম ও মো: জয় চিকিৎসাধীন রয়েছেন।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’