চট্টগ্রামের মিরসরাই উপজেলা থেকে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে ১০ জন তরুণ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। মাত্র ১২০ টাকা খরচে অনলাইনে আবেদন করে যাচাই-বাছাই শেষে তারা এই নিয়োগের সুযোগ পান।
আজ বৃহস্পতিবার তাদের হাতে যোগদানপত্র তুলে দেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
নিয়োগপ্রাপ্তরা হলেন- শাখাওয়াত হোসেন, হৃদয় বড়ুয়া, আবরার ফয়সাল আবির, ওমর ফারুখ, মো: আরিফুল হাসান নয়ন, প্রীতম চন্দ্র নাথ, মো: শাহরিয়ার নাজিম, মো: ইবনে মাহির, সরোয়ার হোসেন এবং মোহাম্মদ নুরুল আজাদ জিসান। তাদের বাড়ি মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বলে জানা গেছে।
চাকরিতে সুযোগ পাওয়া আবরার ফয়সাল আবির ও ওমর ফারুখ বলেন, ‘পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে একটি কম্পিউটার দোকানে গিয়ে মাত্র ১২০ টাকা ফি দিয়ে অনলাইনে আবেদন করি। কনস্টেবল পদে সুযোগ পাবো- এটা স্বপ্নেও ভাবিনি। আগে নানা লেনদেনের কথা শোনা যেত, কিন্তু আমরা কোনো ধরনের ঝামেলা ছাড়াই সুযোগ পেয়েছি। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। যারা আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই ১০ জন তরুণ পুলিশে চাকরি পেয়েছেন। এটি মিরসরাইবাসীর জন্য সত্যিই আনন্দের খবর। তাদের প্রতি আমার পরামর্শ থাকবে, সততার সাথে যেন তারা দায়িত্ব পালন করেন।’