রাজধানীর শিক্ষা ভবনের গেটের পাশে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হওয়া মোহাম্মদ সুজন (২১) নামে এক রিকশাচালকের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোহাম্মদ সুজন গোপালগঞ্জ সদর উপজেলার মো: ইমদাদ হোসেনের ছেলে। তিনি আনন্দবাজার এলাকায় বসবাস করতেন।
সুজনের মামা মিল্টন বলেন, আমার ভাগিনা রিকশাচালাত ও তার ফুফুর সাথে হাইকোর্ট ফুটপাতে ভাতের দোকান ছিল। গত রাতের দিকে শিক্ষা ভবনের ২ নম্বর গেটের পাশে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সুজন। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে ওয়ার্ডে ভর্তি দেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।



