ঢাকায় অটোভ্যান উল্টে চালক নিহত

ঢাকায় গাউছিয়া মার্কেটের কাছে ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে মোহাম্মদ সুজন নিহত হয়েছেন। তার লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সুজনের মৃত্যু হয়
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সুজনের মৃত্যু হয় |ফাইল ছবি

রাজধানীর গাউছিয়া মার্কেটের কাছে ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে মোহাম্মদ সুজন (৩৫) নামে এ ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুজনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কাইফ সারিয়া বলেন, বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নীলক্ষেতের গাউছিয়া মার্কেটের পাশে অটোভ্যান উল্টে সুজন গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন রাখেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সুমি আক্তার বলেন, আমি খবর পেয়ে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে এসে আমার স্বামীর লাশ দেখতে পাই। আমার স্বামী ব্যাটারিচালিত অটোভ্যানের চালক। আমি জানতে পেরেছি, ভ্যান উল্টে গুরুতর আহত হয়ে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সুমি আরো জানান, তার স্বামী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাটিরিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তারা বর্তমানে তেজগাঁও বেগুনবাড়ি রতন সাহেবের গলির ১২ নম্বর বাসায় বসবাস করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।