২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৭ জনের নামে মামলা

-

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার পাঁচ দিন পর গোপালগঞ্জ-২ আসনের সাবেক এমপি শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৪-১৫ শ’ জনকে আসামি করে মামলা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নিহতের স্ত্রী রাবেয়া রহমান গোপালগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান।
মামলায় আরো আসামি করা হয়েছে, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভানেত্রী ও সাবেক এমপি নাজমা আক্তার, বিজিএমইএ’র সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আ’লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, গোপালগঞ্জ জেলা আ’লীগের সভাপতি মাহাবুব আলী খান এবং সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজমকে।

মামলার বিবরণীতে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী স্ত্রী সন্তানসহ মা-বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে টুঙ্গিপাড়ার পাটগাতি গ্রামে যাচ্ছিলেন। তার সাথে ছিল দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিমসহ কয়েক শ’ নেতাকর্মীর গাড়ি বহর। গাড়ি বহরে ছিলেন, শওকত আলী দিদারও। বহরটি বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় পৌঁছামাত্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র টেঁটা, রামদা, বল্লম, চাইনিজ কুড়াল ও লাঠিসোটা দিয়ে মারধর শুরু করে। এ সময় শওকত আলী দিদারকে গাড়ি থেকে নামিয়ে লাঠি ও কাঠ দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে মহাসড়কের ঢালে ফেলে রাখে।

 


আরো সংবাদ



premium cement