১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সাগরে ট্রলার ডুবির ঘটনায় ২২ জেলেকে জীবিত উদ্ধার

-

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ঝড়ো হাওয়ায় ডুবে যাওয়া তিনটি মাছ ধরার ট্রলারের ২২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জাহাজমারা আমতলী ঘাটের বোট মালিক লুৎফুল্লাহিল নিশান জানান, গতকাল রোববার আমতলীর কামরু মাঝির ডুবে যাওয়া বোটের উদ্ধারকৃত ১০ জনকে চট্টগ্রামের বাঁশখালি থেকে উদ্ধার করে স্থানীয় পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন- রাশেদ মাঝি, কামরু কোম্পানি, আজমির, ভাগি শরীফ, নাহিদ, বেলাল, বাবুর্চি শরীফ, ইরাক, নাঈম মিস্ত্রি ও মামুন। তারা সবাই জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের বাসিন্দা।

এ ছাড়া আমতলী ঘাটের এনাম চৌধুরী জানান, হাতিয়া উপজেলা দমার চরে ভেসে আসা ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। উদ্ধার হওয়া জেলেরা আমতলী ঘাটের ডুবে যাওয়া রহিম মাঝির বোটের মাল্লা। তবে ওই বোটের তিন জেলে এখনো নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। নিঝুমদ্বীপের মেহেরাজ মাঝির ডুবে যাওয়া ট্রলারের সবাই উদ্ধার হলেও রহিম নামের এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয় সাহেদ মেম্বার।

গত শুক্রবার সারা দিন ঝড়ো হাওয়ায় হাতিয়ার আমতলী ঘাট, নিঝুমদ্বীপ, বুড়িরদোনা ঘাট, দানার দোল ঘাট ও বাংলা বাজার ঘাটের দূরবর্তী মেঘনার কয়েকটি স্থানে ট্রলার ডুবির ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা জানান, আমতলী ঘাটের তিনজন ও নিঝুমদ্বীপে একজন জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

 


আরো সংবাদ



premium cement
৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচন, সুপারিশ কমিশনের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানাশ্রমিকদের মহাসড়ক অবরোধ স্ত্রী-সন্তানসহ শামীম ওসমান ও নানকের নামে দুদকের মামলা ‘চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে বৈদেশিক সম্পর্কে নিজের স্বার্থ দেখবে বাংলাদেশ’ গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবি ছাত্রীরা সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সকল