১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে কচুগাড়ী বিলে মানুষের ঢল

নৌকাবাইচে পাল্লাপাল্লি চলছে (বাঁয়ে)। প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা : নয়া দিগন্ত -


বাহারি নৌকায় বাজছে ঢোল-বাদ্যযন্ত্র। তালে তালমিলিয়ে চলছে মাঝি-মাল্লাদের বৈঠা। চলছে সমবেত জারি আর সারি গান। নৌকায় করে ও বিলপাড়ে দাঁড়িয়ে নানা বয়সের হাজার হাজার উৎসুক দর্শনার্থী বিলুপ্তপ্রায় এ নৌকাবাইচ উপভোগ করতে এসেছেন। সেই সাথে হৈহুল্লোর, করতালী আর নেচে গেয়ে উল্লাস করে নৌকা বাইচে অংশ নেয়া প্রতিযোগীদের উৎসাহ দিয়ে যাচ্ছেন তারা।
আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাশে বড়াইগ্রামের কচুগাড়ী বিলে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে এই আয়োজনকে ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিযোগিতায় মোট আটটি নৌকা অংশগ্রহণ করে। প্রতিটি নৌকায় ৩০-৩৫ জন করে মাল্লা ছিলেন।

জানা যায়, প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে বড়াইগ্রামের কচুগাড়ি গ্রামের নৌকা ফাতেমা পরিবহন প্রথম, সোনার তরী দ্বিতীয় এবং আরিফ এক্সপ্রেস তৃতীয় হয়েছে। এছাড়া ‘খ’ গ্রুপে মিথিলা এক্সপ্রেস প্রথম, মিলন এক্সপ্রেস দ্বিতীয় এবং নয়ন এক্সপ্রেস তৃতীয় স্থান অধিকার করেছে। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানের সভাপতি শিক্ষাবিদ মজনু মোহাম্মদ ইসহাক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারের মধ্যে ছিল- প্রথম পুরস্কার একটি এলইডি টিভি, দ্বিতীয় পুরস্কার মোবাইল ফোন ও তৃতীয় পুরস্কার একটি করে প্রেসার কুকার।
দর্শনার্থী কাছিকাটা গ্রামের আয়ুব আলী বলেন, নৌকা বাইচ গ্রামবাংলার হারাতে বসা ঐতিহ্য। এক সময় গ্রামের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল নৌকা বাইচ। কচুগাড়ী বিলে নৌকা বাইচের খবর শুনে আমি আর থাকতে পারিনি। ছুটে এসেছি। প্রতিযোগিতা দেখে খুব ভালো লাগছে, আনন্দ পাচ্ছি। কচুগাড়ী গ্রামের কহিনুর বেগম জানান, ঈদসহ বিভিন্ন উৎসবে বাড়ি বাড়ি যেমন মেহমান আসে ঠিক তেমনি নৌকাবাইচকে কেন্দ্র করে বাড়িতে আত্মীয়স্বজন এসেছে। সবাই মিলে নৌকা বাইচ দেখতে এসেছি।

আয়োজক কমিটির পক্ষে মাহমুদুল হক খোকন বলেন, হারিয়ে যাওয়া এই ঐতিহ্য মানুষকে সুস্থ বিনোদন দেয়। নতুন প্রজন্ম হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে ফিরে পেয়ে আনন্দিত। ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকন, কচুগাড়ী ফকির বাড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম জামান হোসেন, সহকারী প্রধান শিক্ষক সাব্বির হোসেন রতন, চলনবিল প্রেস ক্লাব সভাপতি আলী আক্কাছ, ইউপি সদস্য সুজন আলম, হাসানুজ্জামান জয়, সাফিউল্লাহ তোতা, তাইজুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement
জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার গলাচিপায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা ফ্যাসিবাদ ঠেকানোর দায়িত্ব সবাইকে নিতে হবে : দুদু

সকল