১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

পুলিশ হোক আর যেই হোক অপরাধীর বিচার হবেই : সারজিস আলম

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সারজিস আলম : নয়া দিগন্ত -

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, অপরাধী যেই হোক তার বিচার হবেই। আইন-শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য হত্যার সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হতে হবে। যারা নিজেকে ফ্যাসিস্ট সরকারের কাছে নিজেকে বড় প্রমাণ করার জন্যে এই অপকর্মগুলো করেছে তাদের ছাড় দেয়া হবে না। অপরাধী মানে অপরাধী সে পুলিশেরই হোক আর যেই হোক। পুলিশের যদি বিচার করা না হয় তাহলে রাষ্ট্রের অন্য নাগরিকের বিচার করলে তা প্রশ্নবিদ্ধ হয়। তাই বিচারের বাইরে কেউ থাকবে না। বিষয়গুলো তদন্ত করে অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
গতকাল রোবরার দুপুরে মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী ও শহীদদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

গতকাল সকাল থেকেই সারজিস আলমসহ কেন্দ্রীয় ১০ জন সমন্বয়কারী মানিকগঞ্জ জেলার ছাত্র আন্দোলনের নেতাদের সাথে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। পরে তিনি আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে মতবিনিময় করেন। কোনো বিরতি না দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি তার পর পেশাজীবিদের সাথে এবং সন্ধ্যায় সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করেন।
সারজিসসহ অপর সমন্বয়কারীরা আন্দোলনে শিবালয় উপজেলার শহীদ রফিকের বাবা রহিজ উদ্দিন, সাটুরিয়ার শহীদ আফিকুল ইসলাম শাদের বাবা শফিকুল ইসলাম, আহত আরমান হোসেন, হাসনা হেনা, সিয়াম মোল্লাসহ আগত আহতদের কথা শুনেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আহতরা বলেন, হাসপাতালেও তাদের হুমকি-ধমকি দেয়া হয়েছে। একজন বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা তাকে হাসপাতালে গিয়ে হুমকি দিয়েছেন।


আরো সংবাদ



premium cement
জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার গলাচিপায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা ফ্যাসিবাদ ঠেকানোর দায়িত্ব সবাইকে নিতে হবে : দুদু

সকল