বাবাকে ফিরে পেতে চায় গুম হওয়া রিপনের মেয়েরা
- ফেনী অফিস
- ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
‘বাবা হারানোর বেদনা কত কষ্টের সেটি ভুক্তভোগী ছাড়া অন্য কেউ বুঝবেন না। জীবিত বাবাকে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার এতো বছরেও সন্ধান না পাওয়া একটি পরিবারের জন্য রাতদিন এক হয়ে গেছে। আমরা আমাদের বাবাকে জীবিত ফেরত চাই। যারা গুম হওয়ার সাথে জড়িত তাদের বিচার দাবি করছি। আমরা কিছুতেই আমাদের বাবাকে হারাতে চাই না।’
ফেনীতে গুম হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মেয়েরা মানবাধিকার এক নেতাকে কাছে পেয়ে এমন আকুতি মিনতি জানান। কান্নাজড়িত কণ্ঠে তারা বাবার সন্ধান চান। তারা বলেন, ‘৫ আগস্টের পর গুম হওয়া অনেকেই তাদের পরিবারের কাছে ফিরে এসেছেন। কিন্তু আমাদের বাবা এখনো ফিরে আসেনি। আমরা আর কতদিন অপেক্ষা করব? বাবার প্রিয় মুখ কতো দিন দেখি না।’
রিপনের পরিবারের খোঁজখবর নিতে আসেন কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল বাংলাদেশী এলায়েন্স ফর হিউম্যান রাইটস এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ফরেন এফেয়ার সেক্রেটারি এস এম হুমায়ূন কবির পাটোয়ারী। এ সময় কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক লিটন, রোটারি ইন্টারন্যাশনালের ডেপুটি গভর্নর তোফাজ্জল হোসেন হিমু, জেলা তাঁতি দলের সদস্যসচিব মিজানুর রহমান ভূঞা, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি বাবুল পাটোয়ারী উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা