১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিখোঁজ নেতা অজ্ঞান অবস্থায় উদ্ধার

-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কদরুল হাসান নামে খুলনার এক নেতা নিখোঁজ হওয়ার ছয় দিন পর অচেতন অবস্থায় পাওয়া গেছে। গত বুধবার ভোরে নগরীর লবণচরা দারোগার লেনের সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদের সামনে থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় মসজিদে আসা মুসল্লিরা তাকে প্রথমে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর তার জ্ঞান ফেরে।
লবণচরা থানার ওসি পলাশ কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে গত ছয় দিন তিনি কোথায় এবং কী অবস্থায় ছিলেন তা এখনো জানা যায়নি।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে কদরুল হাসান জানান, তাকে পাঁচ দিন একটি অন্ধকারাচ্ছন্ন জায়গায় আটকে রাখা হয়েছিল। কোথায় আটকে রাখা হয়েছিল, তা তিনি বলতে পারছেন না। তিনি বলেন, আটককারীরা আমাকে হুঁশিয়ার করে দিয়ে বলে, আমি যেন আর মাথা চাড়া দিয়ে না উঠি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কদরুল নগরীর সরকারি হাজী মোহাম্মদ মুহসীন কলেজের ছাত্র। এর সাথে শেখপাড়া এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে পার্টটাইম কাজ করেন তিনি।
গত ৫ সেপ্টেম্বর নগরীর ময়লাপোতা এলাকা থেকে নিখোঁজ হন কদরুল। পরিবার সূত্র জানায়, সেদিন বেলা ৩টার দিকে তিনি নগরীর ময়লাপোতা মসজিদ চত্বরে বন্যার্তদের জন্য ত্রাণের প্যাকেট করেন। রাতে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার স্ত্রী ৬ সেপ্টেম্বর খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় জিডি করেছিলেন। তাকে ফিরে পেতে সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে পরিবার ও শিক্ষার্থীরা।


আরো সংবাদ



premium cement
কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার

সকল