মহাদেবপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত
- মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা সদরের রোকেয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে জেলা শূূরা সদস্য ও উপজেলা শাখার আমীর আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারি অঞ্চল প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম।
উপজেলা সেক্রেটারি শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সেক্রেটারী নওগাঁ জেলা পূর্ব অ্যাডভোকেট আ. স. ম সায়েম, জেলা কর্মপরিষদ সদস্য ও সহকারি সেক্রেটারি নওগাঁ জেলা পূর্ব মও: লুৎফর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মো. সিহাব উদ্দিন মন্ডল। এ সময় উপজেলা নায়েবে আমির রফিকুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে দোয়া পরিচালনা করেন জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ সদর উপজেলা শাখার আমির মাওলানা মোনায়েম হোসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা