১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
বাগান হারিয়ে বাবা-ছেলের আহাজারি

নাঙ্গলকোটে বন্যায় ক্ষতিগ্রস্ত ড্রাগন বাগান

বন্যায় ক্ষতিগ্রস্ত বাগানে বাবা ও ছেলে : নয়া দিগন্ত -

কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ বন্যার পানিতে নিমজ্জিত হয়ে বাবা-ছেলের ড্রাগন, মাল্টা এবং কাঠালের মিশ্রফল বাগান বিনষ্ট হয়ে গেছে। বিশেষ করে ফল ধরা অবস্থায় বন্যার পানিতে নতুন ৩০ শতক জমির ড্রাগন গাছের গোড়া পচে সম্পূর্ণ গাছ মরে গেছে। এছাড়া ১০ শতক জমির নতুন আরেকটি মাল্টা বাগানও নষ্ট হয়ে গেছে বন্যার পানিতে। বন্যায় ড্রাগন ও মাল্টার বাগান হারিয়ে বাবা-ছেলের মাথায় আকাশ ভেঙে পড়েছে। এ দুটি ফল বাগানে তাদের প্রায় ছয় লাখ টাকা লাভ হতো বলে জানান বাবা সায়েদুর রহমান ও ছেলে হৃদয় হাসান ।
উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নে বাজারের বাবা সায়েদুর রহমান মজুমদার ও হৃদয় হাসান গত ২৪ বছর ধরে বাগানটি তিল-তিল করে গড়ে তুলেছিলেন। ড্রাগন বাগানের পাশাপাশি তারা লিচু, আম, কাঁঠাল, কুল বরই, কলা ও অন্য একটি ড্রাগন বাগান করেন। প্রতি বছর তাদের মিশ্র বাগান থেকে খরচ বাদ দিয়ে ১০ লক্ষাধিক টাকা আয় হতো।
এ বছর তারা বাগানের পাশে আরো ৩০ শতক জমি নিয়ে সেখানে শুধু নতুন করে ড্রাগন ফলের সাড়ে চার হাজার চারা লাগিয়েছিলেন। বন্যায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ড্রাগন গাছের গোড়া পচে গিয়ে পুরো বাগানটি নষ্ট হয়ে গেছে। এতে বিপুল আর্থিক ক্ষতিতে পড়েছেন সায়েদুর রহমান মজুমদার। তিনি বলেন, এ ক্ষতি আমি কিভাবে পুষিয়ে উঠব, কিছুই বুঝে উঠতে পারছি না।

তারা বলেন, গত ২২ আগস্ট বন্যার শুরুতে বাগানটি কোমর পানিতে ডুবে যায়। ১২ দিন স্থায়ী হয় পানি। এতে ফল ধরা অবস্থায় ড্রাগন গাছের গোড়া পচে বাগানটি সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়। সাড়ে চার হাজার ড্রাগন ফলের চারা ছিল বাগানে। একটি চারাও বেঁচে নেই। এ বাগান থেকে পাঁচ-ছয় মাসে ফল পরিপুষ্ট হয়ে যেতো। এ পর্যন্ত ড্রাগন বাগানে তাদের পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে বলে ছায়েদুর রহমান জানান। ড্রাগন বাগানের পাশাপাশি তাদের ১০ শতক জমিতে নতুন জাতের মাল্টা বাগান ছিল একটি । সেটিও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বানের পানিতে।
হৃদয় হাসান জানান, বন্যায় আমাদের স্বপ্ন ভেসে গেছে। বাগানটি করতে আমাদের পাঁচ লাখ টাকার বেশি খরচ হয়েছে। আবার নতুন করে বাগান করার টাকা নেই। এছাড়া রয়েছে কৃষি ব্যাংকের ঋণ। নতুন বাগান করা নিয়ে দুশ্চিন্তায় ঘুমাতে পারি না।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, বন্যার পানির জলাবদ্ধতায় ড্রাগন বাগানটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আমি উপজেলা কৃষি অফিসে বাগানটির তথ্য পাঠিছি। কোনো সুযোগ-সুবিধা এলে তাদের দেয়া হবে।


আরো সংবাদ



premium cement
কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার

সকল