১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

রাঙ্গামাটিতে বালিতে চাপা পড়েছে ধানের ফসলি জমি

-

রাঙ্গামাটিতে ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে সৃষ্ট আকস্মিক বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ১১ হাজার কৃষক। বেশি ক্ষতি হয়েছে আমন ও আউশ আবাদে। বালিতে চাপা পড়েছে ধানের ফসলি জমি।
রাঙ্গামাটি কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, পাহাড়ী ঢলের কারণে সৃষ্ট বন্যায় বালিতে চাপা পড়ে রাঙ্গামাটির ফসলি জমিগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এ জেলায় কৃষির ক্ষতির পরিমাণ ৪৮ কোটি টাকার বেশি। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির নিম্নাঞ্চলে আকস্মিক এ বন্যা দেখা দেয়।

বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি, নানিয়াচর ও জুরাইছড়িতে বিনষ্ট হয়ে গেছে আউশ, আমন ও সবজি খেতসহ বিভিন্ন ফসলের খেত। ইউনিয়ন পরিষদের হিসাবে বন্যায় রাঙ্গামাটিসহ ছয় উপজেলার দুই হাজার ৩৬৩ হেক্টর জমির ফসল সম্পূর্ণ পানিতে তলিয়ে বিনষ্ট হয়ে গেছে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাঙ্গামাটির কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জমির ক্ষত চিহ্ন ভেসে উঠতে শুরু করেছে। আবার কিছু এলাকায় এখনো পানি নামেনি। বৃষ্টিপাত কমে এলেও সীমান্তের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। কাপ্তাই হ্রদের পানি এখনো বিপদ সীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বন্যায় রোপা আমন ও আউশ ধানের খেত একেবারেই শেষ হয়ে গেছে। সাথে নষ্ট হয়েছে অনেক বীজতলাও। পাশাপশি ভেসে গেছে মৎস্য চাষ প্রকল্প ও গোচারণ ভূমিও। তবে বন্যার পানি পুরোপুরি নেমে গেলে এসব প্রকল্প ও জমিতে ফের বোরো ধানসহ শীতকালীন শাকসবজি চাষাবাদের উদ্যোগ নেয়া যাবে বলে জানান রাঙ্গামাটি কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল।
রাঙ্গামাটির নিম্নাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরিভাবে সার ও বীজ সহায়তা দিয়ে পুনর্বাসন করা হলে সবাই আবারো ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন বলে আশা করছেন বন্যা উপদ্রুত এলাকার কৃষকরা।


আরো সংবাদ



premium cement
গাজায় এ পর্যন্ত ২০৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল বারিতে শ্রমিকদের ৫ দফা দাবিতে বিক্ষোভ তারিক সিদ্দিক, টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ইঞ্জিনিয়ার মোশাররফের জামিন নামঞ্জুর, ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট ছোটবেলার বন্ধুদের কবিতা আবৃত্তি করে শোনালেন মির্জা ফখরুল মাসিক ৩০০০ টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবি ছাত্রীরা সোনারগাঁও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ টিউলিপের পদ্যতাগ : এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী নবাবগঞ্জে অপহরণের তিন ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার, গ্রেফতার ৫ বাংলাদেশে আরো বিনিয়োগ করতে জাপানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সকল