বগুড়ায় মধ্যরাতেও লোডশেডিং দুঃসহ জনজীবন
- বগুড়া অফিস
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বগুড়ায় হঠাৎ লোডশেডিং শুরু হয়েছে। দিনরাতে গড়ে ৫-৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ফলে জনজীবনে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। বিশেষ করে গভীর রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকে।
জানা গেছে, কয়েকদিন বিদ্যুৎ সরবরাহ কিছুটা স্বাভাবিক থাকার পর গত দুইদিন দিনরাতে যখন-তখন বিদ্যুৎ চলে যাচ্ছে। বিশেষ করে গত বৃহস্পতিবার রাত ২টার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় পিডিবির নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ ১-এর ঠনঠনিয়া উপকেন্দ্রের আওতাধীন বগুড়া শহরের অভিজাত এলাকা জলেশ^রীতলা, সূত্রাপুর, ঠনঠনিয়া, রহমান নগর প্রভৃতি এলাকায়। এ সময় বিদ্যুৎ বিভাগে গ্রাহকরা বার বার যোগাযোগ করেও তাদের কোনো সাড়া পায়নি। পরে শুক্রবার সকাল সাড়ে ৭টায় বিদ্যুৎ সরবরাহ ফিরে আসে। সারা রাত মানুষ ঘুমাতে না পেরে চরম দুঃসহ সময় পার করে। বিশেষ করে শিশু ও প্রবীণদের কষ্টের অন্ত নেই। কী কারণে বিদ্যুতের এ ঘাটতি তা জানতে পারছেন না গ্রাহকরা।
এ ব্যাপারে বগুড়া নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল মোন্নাফের সাথে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা