মানিকগঞ্জে মহাদেবপুর সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
- মানিকগঞ্জ প্রতিনিধি
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মানিকগঞ্জের শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইচ্ছামতো সরকারিকরণ বাণিজ্য, নিয়োগবাণিজ্য, ভর্তিবাণিজ্য ও বিভিন্নভাবে ফি আদায়, ভুয়া বিল-ভাউচার করে আট কোটি ৮৫ লাখ ৭৬ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
অধ্যক্ষ খলিলুর রহমান আওযামী লীগের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা হিসেবে বিগত সময়ে প্রভাব খাটিয়ে এ অর্থ আত্মসাৎ করেন। এ বিষয়ে স্বয়ং ওই কলেজের শিক্ষকবৃন্দ অভিযোগ করেন যদিও তারা সরকার পরিবর্তনের আগে মুখ ফুটে কিছু বলতে পারেননি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে বিরোধিতা করা এ শিক্ষক বর্তমানে আত্মগোপনে রয়েছেন। ফলে ঝিমিয়ে পড়েছে কলেজের বিভিন্ন দাফতরিক কার্যক্রম।
অধ্যক্ষের দুর্নীতির বিষয়ে জানতে চাইলে কলেজের শিক্ষক পরিষদের সেক্রেটারি মার্কেটিং বিভাগের প্রভাষক আব্দুল মতিন বিষয়টি বারবার এড়িয়ে যান। এ বিষয়ে অধ্যক্ষ খলিলুর রহমানের সাথে ফোনে বারবার রিং দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা