২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মন্দির পরিদর্শন : আশ্বস্ত হিন্দু সম্প্রদায়

চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির কর্তৃপক্ষের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা : নয়া দিগন্ত -


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অজানা আতঙ্কে থাকা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তায় দেশের বিভিন্ন স্থানে কমিটি গঠন করে তাদের ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করছে সেনাবাহিনী, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল। এতে আশ্বস্ত হচ্ছেন বিভিন্ন ধর্মের লোকজন।

চট্টগ্রাম ব্যুরো জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম, বর্ণ গোত্রের মানুষ মিলেমিশে দেশকে বসবাস যোগ্য করার জন্য নতুন প্রত্যয়ে এগিয়ে যেতে চাই। দেশকে গড়তে যা করা দরকার সবাই মিলেমিশে করার চেষ্টা চালিয়ে যাব। গত রোববার চট্টগ্রাম মহানগরীর ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির কর্তৃপক্ষের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চোধুরী, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি ফখরুল ইসলাম বাবু প্রমুখ।

ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ইসকন প্রবর্তক মন্দিরের সাধারণ সম্পাদক দারুব্রহ্ম জগন্নাথ দাস, সাংবাদিক বিপ্লব পার্থ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কুশল বরণ চক্রবর্তী, বাগীশিস সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভাশিস শর্মা, সাংবাদিক আয়ন শর্মা, বাপ্পী দে, সুজন দাস, সুমন ঘোষ বাদশা, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস, সুমনাথ দাসসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

লালমনিরহাটে ৪৫০ টিম
লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে জেলা জামায়াতের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করা হয়েছে। গতকাল সোমবার লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহর সাথে জেলার আইনশৃঙ্খলা বিষয় নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় লালমনিরহাট জেলা জামায়াতের আমির অধ্যাপক আতাউর রহমান বলেন, লালমনিরহাট জেলায় ৪৫০টি জামায়াতের টিম রয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘর ও মন্দিরের ওপর হামলা, ভাঙচুর, অত্যাচার, নির্যাতন এবং জুলুম না হয়। সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীরা নিরাপত্তা দিয়ে আসছেন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বপ্নবাজ তরুণদের স্বপ্ন সাম্য, ন্যায় ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং চলমান পরিস্থিতিতে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি ফিরিয়ে আনতে পথসভা করছেন জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা ও পৌর শাখা। গত এক সপ্তাহ ধরে গফরগাঁও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে র্যালি ও পথসভা আয়োজন করে তারা। এতে গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, পাগলা থানার আমির মাওলানা এমদাদুল হক, পৌর আমির মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার মুরাদনগর উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন ও মুরাদনগর থানা পুলিশ। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ও মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের সাথে পৃথক দু’টি মতবিনিময় সভা করে হিন্দু সম্প্রদায়। সভায় চলমান পরিস্থিতি ছাড়াও আসন্ন মনসা পূজা ও দুর্গাপূজা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, সাভার সেনানিবাসের জিওসি মেজর জেলারেল মঈদ খান বলেছেন, দেশের সব মানুষ সমান অধিকার ভোগ করবে। এখানে কেউ ছোট না আবার কেউ বড় না। সবাই সমান। আমরা দেহের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও দেশ ও দেশের মানুষের জন্যে কল্যাণ করে যাবো। গতকাল সোমবার সকালে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ এলাকার নাজিরপুর গ্রামে রাধা গোবিন্দ জিউর আখড়া পরিদর্শন ও এলাকার হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময়কালে মেজর জেনারেল মো: মঈন খান এসব কথা বলেন। সিংগাইর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইতি রানী সাহা বলেন, আমাদের উপজেলাসহ জেলায় কোনো সম্প্রদায়িক হিংসা বা হামলার ঘটনা ঘটেনি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা, যা হয়েছে তা অনেকটাই ব্যক্তিগত স্বার্থ বা শত্রুতা থেকে হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নীলফামারীর সৈয়দপুরে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ‘নতুন বাংলাদেশ গড়বো’ শিরোনামে স্থানীয় এক রেস্টুরেন্টে গত রোববার সন্ধ্যায় এ মতবিনিময় সভা হয়। এতে সৈয়দপুর উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, শহর আমির শরফুদ্দীন খান, মিডিয়া বিভাগের নীলফামারী জেলা সহসভাপতি শাহজাহান আলী মনন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা সভাপতি অ্যাডভোকেট তুষার কান্তি রায়, সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি), সহসভাপতি টিকেন্দ জিৎ রায় মিরু প্রমুখ উপস্থিত ছিলেন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, চলমান সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বরে সম্মিলিত সংগ্রামী সনাতনী সমাজের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অ্যাডভোকেট নিখিল দত্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেব দুলাল বসু পল্টু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার প্রমুখ বক্তব্য দেন।

পীরগাছা (রংপুর) সংবাদদাতা জানান, রংপুরের পীরগাছা উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ঠেকাতে জামায়াতে ইসলামী উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের আলেম সমাজের সদস্যদের নিয়ে কমিটি গঠন করেছে।
কমিটির সদস্যরা হলেন- কল্যাণী ইউনিয়নের সিরাজুল ইসলাম, পারুল ইউনিয়নের আলমগীর হোসেন, ইটাকুমারী ইউনিয়নের আইন উদ্দিন, অন্নদানগর ইউনিয়নের আব্দুর রহমান, ছাওলা ইউনিয়নের মামুনুর রশিদ, তাম্বুলপুর ইউনিয়নের সাইফুল ইসলাম, পীরগাছা ইউনিয়নের আব্দুল জব্বার, কৈকুডী ইউনিয়নের সাইদুল ইসলাম, কান্দি ইউনিয়নের মোস্তফা কামাল।

 


আরো সংবাদ



premium cement