০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ইলিশের বাড়ি চাঁদপুরের বিভিন্ন উপজেলাতেও ইলিশের দাম চড়া

-

ইলিশের বাড়ি চাঁদপুরের বিভিন্ন উপজেলায়ও ইলিশের দাম চড়া। ভরা মৌসুমে বাজারে ইলিশ তেমন একটা না থাকায় এ বছর দাম দিয়ে কিনতে হচ্ছে।
জানা গেছে সাগরে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় দেশের প্রধান ইলিশের মোকাম চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের আমদানি কিছুটা বেড়েছে। কারফিউ শিথিল থাকার সময়ে চাঁদপুর থেকে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে ইলিশ। মতলবের বিভিন্ন বাজারেও আমদানি বেড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, সাগরে মাছ ধরা শুরু হওয়ায় ইলিশের সরবরাহ বেড়েছে। মতলব কাঁচা বাজারে ৫০০-৬০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকায়। ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি ওজন ও এর বেশি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে আরো বেশি দামে। কোটা আন্দোলন ও চলমান কারফিউর প্রভাবে ইলিশসহ সব ধরনের মাছ ও তরকারির দাম বেড়ে গেছে বিভিন্ন উপজেলায়। মতলবেরর বিভিন্ন বাজারে একই চিত্র দেখা গেছে।

 


আরো সংবাদ



premium cement