০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

তেঁতুলিয়ায় পাগলা কুকুরের তাণ্ডব

-

পঞ্চগড়ের সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলায় জনমনে পাগলা কুকুরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছয় ঘণ্টার ব্যবধানে ১০টি গবাদিপশু ও চারজন ব্যক্তি কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বেওয়ারিশ দু’টি পাগলা কুকুর উপজেলা সদরের ডাকবাংলো, সাহেবজোত, সিদ্দিনগর, পুরাতন বাজার ও কৃষ্ণকান্তজোত এলাকায় এসব গবাদিপশু ও মানুষদের কামড়ে আক্রান্ত করে। তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের তথ্য অনুযায়ী পাগলা কুকুরের কামড়ে আক্রান্তরা হলেন- তেঁতুলিয়ার শাহজামাল, সিদ্দিকনগর গ্রামের মোশারফ হোসেন, কৃষ্ণকান্ত জোত গ্রামের জসিম ও সাহেবজোত গ্রামের অনিক। তারা সবাই হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মনসুর আলম বলেন, এলাকাবাসীকে সতর্কভাবে চলাচলের জন্য ইতোমধ্যে মাইকিং করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement