১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাউখালীতে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলাম শিক্ষার ক্লাস নিচ্ছেন হিন্দু শিক্ষক

অভিভাবকদের অসন্তোষ
-

পিরোজপুরের কাউখালী উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো মুসলিম শিক্ষক না থাকায় বাধ্য হয়ে হিন্দু শিক্ষকরা ইসলাম শিক্ষার ক্লাস নিচ্ছেন বলে জানা গেছে। এতে অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন শিক্ষকের মধ্যে কোনো মুসলিম শিক্ষক নেই। এ বিদ্যালয়ের ৮৪ জন ছাত্রছাত্রী মুসলিম। কোনো হিন্দু শিক্ষার্থী নেই। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মরানি দত্ত বলেন, মুসলিম শিক্ষক না থাকায় হিন্দু শিক্ষক দ্বারা ইসলাম শিক্ষার ক্লাস নেয়া হয়। এতে কিছুটা সমস্যা হচ্ছে।
উপজেলার সয়না রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো মুসলিম শিক্ষক না থাকায় বাধ্য হয় হিন্দু শিক্ষকরা ইসলাম শিক্ষার ক্লাস নিচ্ছেন। এ বিদ্যালয়ের ৬৮ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪৭ জন মুসলিম শিক্ষার্থী ও ২১ জন হিন্দু শিক্ষার্থী রয়েছে। এ বিদ্যালয় পাঁচজন শিক্ষকের পদ থাকলেও মাত্র তিনজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে একজন শিক্ষক কোনো প্রশিক্ষণ অথবা উপজেলার বিভিন্ন মিটিংয়ে গেলে তখন দুইজন শিক্ষক দ্বারা কোনোমতে ক্লাস পরিচালনা করা হয়।
উপজেলার আমরাজুরি ইউনিয়নের গন্তব্য সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রোঙ্গাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও কোনো মুসলিম শিক্ষক নেই। সুবিদপুর প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক আয়েশা বেগম বলেন, আমার মেয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে। এ বিদ্যালয়ের সব ছাত্রছাত্রী মুসলিম অথচ কোনো মুসলিম শিক্ষক নাই। আমাদের ছেলেমেয়েদের হিন্দু শিক্ষকরা ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিচ্ছে এতে করে আমাদের ছেলেমেয়েদের ক্লাসে সমস্যা হচ্ছে। আরবি হরফসহ কুরআন-হাদিসের কিছু বিষয় আছে. যা মুসলিম শিক্ষক ছাড়া হিন্দু শিক্ষকের পক্ষে পড়ানো একেবারে সম্ভব না।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান বলেন, স্থানীয় পর্যায়ে বদলি করার কোনো সুযোগ নেই। বর্তমানে অনলাইনের মাধ্যমে বদলি প্রক্রিয়া চলমান বিধায় সমন্বয় করতে পারছি না। তবে বিষয়টি ঊর্ধŸতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, স্থানীয় পর্যায়ে বদলি করার সুযোগ থাকলে আমরা সব শিক্ষাপ্রতিষ্ঠানে সমন্বয় করতে পারতাম। বিষয়টি আমি মাসিক সমন্বয়সভা ও জেলা প্রশাসকের মিটিংয়ে উপস্থাপন করাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করব।


আরো সংবাদ



premium cement
কুষ্টিয়ায় ট্রেন থেকে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার বৈষম্যবিরোধী আন্দোলনে আহতকে কাঠাল গাছে ঝুলিয়ে মেরে ফেলার হুমকি ইউপি চেয়ারম্যানের সাবেক এমপি ড. আবু রেজা মুহাম্মদ নদভী আটক মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন

সকল