১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

-

নোয়াখালীতে আইপিএসের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে।
জানা গেছে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বাজার এলাকার নোয়াব আলী নতুন বাড়ির নোয়াব আলীর ছেলে আইপিএসের ইলেকট্রিক মিস্ত্রি আবু নাছের সোহাগ (৩৫) রাতে আইপিএস মেরামতের কাজ করছিলেন। এ সময় আইপিএসের পাওয়ার বন্ধ না করে অসাবধানতাবশত আইপিএসের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবু নাছের সোহাগ তিন সন্তানের জনক।
কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement