১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সৈয়দপুরে ৪ হাজার গাছের চারা বিতরণ

-

নীলফামারীর সৈয়দপুরে পেয়ারা, আম ও লেবুসহ বিভিন্ন প্রজাতির সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন। গত বুধবার উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারিহাট স্কুল এন্ড কলেজ মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের ঢাকা অফিসের আব্দুলাহ আল মামুন, রংপুর অঞ্চল পরিচালক শাহীনুর আলম শাহীন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ও হাজারিহাট স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি লানচু হাসান চৌধুরী, হাজারিহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী প্রমুখ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বলেন, এ ফাউন্ডেশন জনকল্যাণ কাজে নিয়োজিত। আমরা সারা দেশে ৩ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছি। বন্যাদুর্গত মানুষের মাঝে খাবার এবং ঈদুল আযহায় গরিব দুখী মানুষের মাঝে গোশত বিতরণ করেছি।


আরো সংবাদ



premium cement