১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নরসিংদীতে ভিক্ষাবৃত্তি বন্ধে দোকান ও রিকশা বিতরণ

-

নরসিংদীতে ভিক্ষাবৃত্তিতে সম্পৃক্ত জনগোষ্ঠীকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দোকানঘর ও ব্যাটারিচালিত অটোরিকশা বিতরণ করেছে নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।
গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার চারজন ভিক্ষুককে দোকানঘর ও একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে অটোরিকশা উপহার দিয়ে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হয়। এ সময় বিস্কুট, চিপস, চকোলেট, চা তৈরির উপকরণসহ দোকানের প্রয়োজনীয় মালামাল দেয়া হয়। নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম আনুষ্ঠানিকভাবে দোকানঘর ও অটোরিকশা তাদের মধ্যে হস্তান্তর করেন।
নরসিংদী সদর উপজেলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে। এর জন্য প্রাথমিকভাবে জরিপকাজ সম্পন্ন করা হয়েছে। এই প্রকল্প থেকে পাঁচজনকে পুনর্বাসন করা হলো। পর্যায়ক্রমে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত আরো জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাছরিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আরো সংবাদ



premium cement