১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিরাপদ বগুড়া গড়তে সহযোগিতা চাইলেন নবাগত এসপি জাকির হাসান

-

নবাগত জেলা পুলিশ সুপার প্রকৌশলী জাকির হাসান নিরাপদ বগুড়া জেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রথম সাক্ষাতে বলেন, সাংবাদিকদের সাথে সমন্বয় করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করব। প্রতিটি পুলিশ থানা জনগণের সেবা দানের সঠিক স্থান। তাই জেলার প্রতিটি থানার ওসিকে এ নির্দেশনা দিয়েছি। শহরের যানজট, কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজি বন্ধে আমি কাজ করব। এ কারণে যেকোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন। সাংবাদিকরা এসব বিষয়ে এসপির দৃষ্টি আকর্ষণ ও পরামর্শ দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ¯িœগ্ধ আকতার, আব্দুর রশিদ, মোতাহার হোসেন, সুমন চন্দ্র, ফয়সাল মাহমুদ, ইন্সপেক্টর লুৎফর রহমান, বগুড়া প্রেস ক্লাব সভাপতি মাহমুদুল আলম নয়ন, সিনিয়র সাংবাদিক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, হাসিবুর রহমান বিলু, এএইচ আখতারুজ্জামান, আবুল কালাম আজাদ, মোহন আখন্দ, জেএমে রউফ, মাসুদুর রহমান রানা, এস এম কাওছার, আব্দুস সালাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement