১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বরিশাল কলেজের মাঠ রক্ষার দাবি নাগরিক সমাজের

-

সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থীদের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গত বুধবার দুপুরে কলেজের তমাল তলায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত সরকারি বরিশাল কলেজের মাঠ রক্ষা কমিটি।
এ সম্মেলনে উপস্থিত ছিলেন- সরকারি বরিশাল কলেজের মাঠ রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক শাহ শাজেদা ও সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী, জাসদ বরিশাল জেলা সভাপতি আবদুল হাই মাহবুব, সিপিবি জেলা সভাপতি মিজানুর রহমান সেলিম, বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক শাহ আজিজ খোকন, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি দেওয়ান আবদুর রশীদ নীলু, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক টুনু রানী কর্মকার প্রমুখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা: মনীষা চক্রবর্তী বলেন, অন্যতম ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান আধুনিক বরিশালের প্রাণপুরুষ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত বাসভবনে প্রতিষ্ঠিত। তাই বিকল্প স্থানে ভবন নির্মাণের দাবি জানাচ্ছি অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।
বরিশাল কলেজ অধ্যক্ষ আলী হোসেন হাওলাদার বলেন, কলেজের ১০ হাজার শিক্ষার্থীর জন্য ছোট ছোট রুম রয়েছে মাত্র ২১টি। এ কারণে শিক্ষার্থীদের পাঠদানে মারাত্মক সমস্যা হচ্ছে। সরকার বিজ্ঞান সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ ভবন দিয়েছে, যা নির্মাণ করতে ব্যর্থ হলে ক্লাসরুম সঙ্কট ২০ বছরেও কাটবে না। বরিশাল কলেজের মসজিদের ওখানে ডোবা আছে, সেখানে ছয়তলা ভবন নির্মাণ অসম্ভব। তাই ছাত্রসংসদ ও সাইকেল গ্যারেজের জায়গায় নতুন ভবন নির্মাণের জন্য সয়েল টেস্টসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে তমাল গাছের কোনো ক্ষতি হবে না। তাছাড়া মাঠেরও কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা : টঙ্গিবাড়ীতে আ’লীগ নেতা গ্রেফতার ফেনীতে ভারতীয় আধিপত্যবাদ রুখতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত শিবচরে শহীদ আব্দুল কাদের মোল্লার ১১তম শাহাদাত বার্ষিকী পালন প্রাথমিকের শিক্ষকদের পদোন্নতির বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে টিভি বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই কুয়াকাটায় সাবেক মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ

সকল