১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বরিশাল শেবাচিম হাসপাতাল

সহকারী পরিচালক ও উপাধ্যক্ষের উত্তপ্ত বাক্যবিনিময়

-

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সহকারী পরিচালকের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছে স্বাচিপ নেতারা। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের উপ-পরিচালকের রুম ও রুমের সামনের করিডোরে এ ঘটনা ঘটে।
শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা: রেজওয়ান আলম রায়হান এবং শেরেবাংলা মেডিক্যাল কলেজ শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ও মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: জি এম নাজিমুল হকসহ স্বাচিপ নেতাদের মধ্যে এ ঘটনা ঘটে।
ঘটনার আগে হাসপাতালের সহকারী পরিচালক ডা: রেজওয়ান হাসপাতালে অধ্যাপকদের রাউন্ড ডিউটি প্রসঙ্গে ডা: নাজিমুলের সাথে আলাপ করছিলেন। সহকারী পরিচালক রেজওয়ান জুনিয়র হয়েও অধ্যাপকদের নিয়ে এমন মন্তব্য করায় কথা কাটাকাটির এ ঘটনা ঘটে বলে জানন ডা: নাজিমুল। এ সময় ডা: নাজিমুলের সাথে স্বাচিপ নেতারাও উত্তেজিত হয়ে পড়েন। এর আগে উপ-পরিচালকের রুমে টেন্ডার মিটিংয়ে অংশ নিয়েছিলেন তারা।

সহকারী পরিচালক ডা: রেজওয়ান আলম রায়হান বলেন, হাসপাতালের উপপরিচালক স্যার অধ্যাপকদের ওয়ার্ডে রাউন্ড দেয়ার বিষয় নিয়ে মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা: নাজিমুল হকের সাথে কথা বলতে ছিলেন। এ কথা বলার এক পর্যায়ে ডা: নাজিমুল হক উত্তেজিত হয়ে গেলে তাকে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করি। কিন্তু এতে তিনি ক্ষিপ্ত হয়ে যান।
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: নাজিমুল হক বলেন, সহকারী পরিচালক ডা: রেজওয়ান হাসপাতালের অধ্যাপকদের নিয়ে কথা বলতে পারেন না। যদি কিছু বলতে হয় তাহলে হাসপাতালের পরিচালক বলবেন।
শেরেবাংলা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: ফয়জুল বাশার বলেন, মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রশাসন আলাদা কিন্তু কাজ একই। তাই নিয়মিত সমন্বয় রাখতে আমরা মিটিং করে থাকি। এ ঘটনায় সেবা বিঘি্নত হচ্ছে না বলে জানান তিনি।

 


আরো সংবাদ



premium cement