মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন রউফ সরকার
- শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ১১ জুলাই ২০২৪, ০০:০০
মানিকগঞ্জের শিবালয় থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নতি করায় মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ওসি আব্দুর রউফ সরকার। মানিকগঞ্জের পুলিশ সম্মেলন কক্ষে গত মঙ্গলবার শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকারের হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত জুন মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মালামাল উদ্ধারসহ প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
এ সময় ওসি আব্দুর রউফ সরকার বলেন, পুলিশের কাজ হচ্ছে মানুষকে সেবা দেয়া। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা