০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ঘিওরে তথ্য না দেয়ায় ইউপি চেয়ারম্যান ও সচিবকে সতর্ক করল তথ্য কমিশন

-

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ও ইউপি সচিব সাদেক আলী তথ্য প্রদান না করায় সতর্ক করেছে তথ্য কমিশন। এ ছাড়া ইউপি সচিবকে সতর্ক করার বিষয়টি মানিকগঞ্জের জেলা প্রশাসককে সার্ভিস বুকে লিপিবদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। গত মঙ্গলাবার তথ্য কমিশনার মাসুদা ভাট্টি এক সিদ্ধান্তপত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০২৩ সালের ১৯ নভেম্বর মানিকগঞ্জের সাংবাদিক জাহিদুল হক চন্দন তথ্য অধিকার আইনে ওই ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য চেয়ে পয়লা ইউনিয়ন পরিষদে আবেদন করেন।
নির্ধারিত সময়ে তথ্য না পেয়ে তিনি আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করেন। কিন্তু আপিল করেও কোনো প্রতিকার না পাওয়ায় ওই সাংবাদিক তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন। তথ্য কমিশন অভিযোগটি পর্যালোচনা শেষে শুনানির জন্য গ্রহন করে।
দুই ধাপে শুনানি শেষে কমিশন চাহিত তথ্য প্রদান করতে নির্দেশ দেন। সেই সাথে তথ্য সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবকে সতর্ক করে তথ্য কমিশন।


আরো সংবাদ



premium cement